ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

জেলের জালে ধরা পড়লো বিশালাকৃতির দুই জোড়া পাখি মাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩ অক্টোবর ২০২৪

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে দুই জোড়া বিশালাকৃতির সেইল ফিস (যা জেলেদের ভাষায় পাখি মাছ) ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে কুয়াকাটার আলীপুর বিএফডিসি মার্কেটে ৪টি মাছ বিক্রির উদ্দেশ্য নিয়া আসা হয়। এসময় মাছগুলি একনজর দেখতে আড়ৎ পট্টিতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

জানা গেছে, আলীপুরের আমজেদ হোসেন মাঝির এফবি ফারজানা ট্রলারের ২টি  মাছের ওজন ৭৫ কেজি ছিল, যা নিলামের মাধ্যমে সাড়ে সাত হাজার টাকায় আঃ সালাম নামের এক ব্যবসায়ী ক্রয় করেন। অপর দুইটি পাখিমাছ একই এলাকার এফবি ভাইভাই ট্রলারের মাঝি বাদল মিয়া একই মার্কেটে বিক্রি করতে নিয়ে আসেন। কারিমা ফিসে মালিক মজিবুর রহমান নিলামের মাধ্যমে ওই মাছ দু'টো আড়াই হাজার টাকায় ক্রয় করেন।

মৎস্য আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ জাতীয় মাছের পিঠে বিশাল আকারের পাখনা থাকায় স্থানীয়ভাবে এ মাছকে পাখি মাছ হিসেবেই জানেন। এটি সাগরের সবচেয়ে দ্রুতগতির জলজপ্রাণী বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। মাছটি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। নৌকার পালের মতো এর পিঠের পাখনাটি দেখতে মনেহয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে। এ মাছটি জেলেদের কাছে গোলপাতা নামেও পরিচিত।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি